মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রেগ্রাম এর “ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম” শীর্ষক ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় প্রতিষ্ঠান প্রধানদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুর হোসেন।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান, ওয়াসিম আকরাম,প্রশিক্ষক,মুজিবুর রহমান, আনারুল ইসলাম, ইয়াসিন আলী, আব্দুল্লাহ আল মাসুম। ৪ দিনের প্রশিক্ষণ মেহেরপুর জেলার ১৫৫ টি বিদ্যালয়ের প্রধানগণ প্রশিক্ষনে অংশগ্রহণ করছে।