softdeft

মেহেরপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

মেহেরপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

 

মেহেরপুরে চিকিৎসাধীন অবস্থায় মুনসুর আলী(৫১) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৫৫ মিনিটে তার মৃত্যু হয়। কয়েদি মনসুর আলী নরসিংদী জেলার রায়পুর উপজেলার আজিজপুর গ্রামের মনু মিয়ার ছেলে। তিনি কয়েকদিন আগে মেহেরপুরে এসেছে। মুনসুর আলীর কয়দি নং-সিআর ৪৬৩/২২।

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সূত্রে জানা যায়, মেহেরপুর জেলা কারা কর্তৃপক্ষ অসুস্থ অবস্থায় কয়েদি মুনসুর আলীকে দুপুর ১টা দিকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় ।

জেল সুপার জানায়, মুনসুর আলী সকালের দিকে একটু অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা দেখে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সারাদিন সে ভালোই ছিল। হঠাৎ মুনসুর আলীর বুকে ব্যাথা উঠে এমন কথা সাথে থাকা জেল পুলিশের একজনকে বলে। পরে রাত ৮ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার সকালে পরিবারের লোকজন আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জেল কর্তৃপক্ষ।

(Visited 14 times, 1 visits today)
Total Page Visits: 493 - Today Page Visits: 1