softdeft

মেহেরপুরে গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে ডিবি

মেহেরপুরে গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে ডিবি

 

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে (ডিবি)।
আটকরা হলেন, মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের ক্লাবপাড়া এলাকার আকুব্বার হোসেন ওরফে আকু সর্দার ও আজিল আলীর ছেলে মোহাম্মদ তুষার (২৫)।
বুধবার বিকালের দিকে মেহেরপুর শহরের কাথুলি মোড় এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে এই দুজনকে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করেন।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জুম্মান, এএস এম মাসুদ, সঙ্গীয়ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আটক মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্ৰণ আইনে সদর থানায় একটি মামলা দেওয়া হয়েছে।

(Visited 21 times, 1 visits today)
Total Page Visits: 617 - Today Page Visits: 1