মেহেরপুর প্রতিনিধি।
মেহেরপুর সদর উপজেলা বাড়িবাকা গ্রামের বিপ্লব হোসেন নামে এক যুবক নিজ রুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে বাড়িবাকা গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত বিপ্লব হোসেন বাড়িবাকা গ্রামের খলিল মিয়ার ছেলে।
জানা গেছে, গত কয়েকদিন আগে মৃত বিপ্লব হোসেন তার পিতা- মাতার সাথে রাগারাগি করে শনিবার রাতে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করার চেষ্টা করে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা দেওয়ার পরপরই মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন জোর করে হাসপাতালের অনুমতি ব্যাতিত হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়িতে চলে যান।
সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সদর উপজেলা বাড়িবাকা গ্রামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কাউকে না জানিয়ে আত্মীয়রা লাশ নিয়ে চলে গেছে জানতে পেরেছি। নিহতের বিষয়ে তদন্ত নেওয়া হবে।
মেহেরপুরে গলায় ফাঁ`স দিয়ে যুবকের আত্ম`হত্যা
(Visited 5 times, 1 visits today)
Total Page Visits: 777 - Today Page Visits: 1