softdeft

মেহেরপুরে কচুর বস্তায় ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ

মেহেরপুরে কচুর বস্তায় ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ

মেহেরপুর ॥ মেহেরপুর সদর থানার মাদক বিরোধী অভিযানে শহরের কায়েমকাটা মোড় থেকে ৮ টি কচুর বস্তার ভিতরে ৬৭ বতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর থানার এস আই শরিফ হাবিব এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি বলেন, আমাদের কাছে সংবাদ আসে আলগামনে ৮ বস্তা কচুর ভিতরে ফেন্সিডিল মেহেরপুরে আসছে। তারই সুত্র ধরে আমরা কায়েমকাটা রাস্তার উপর কচু বোঝায় গাড়িটা আটকায় এবং সেখান থেকে ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় তিনি আরও বলেন ঘটনা স্থলে আলগামন চালক মানিক (২৬) কে জিজ্ঞাসা করার জন্য থানায় নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সদর থানার এএসআই ওবাইদুর রহমান, এ এস আই আব্দুল মালেক, এ এস আই মিরাজুল ইসলাম,ও বৈকন্ঠপুর ক্যাম্পের এ এস আই মাসুদ রানা প্রমুখ।

(Visited 4 times, 1 visits today)
Total Page Visits: 134 - Today Page Visits: 1