মেহেরপুর প্রতিনিধি।।
ঈদের আনন্দ মাটি হয়ে গেছে ৩ বরজ চাষির। আগুন পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৩ বিঘা জমির পানের বরজ। রবিবার দিবাগত রাত ১২ টার দিকে মেহেরপুর সদর উপজেলা আশরাফপুর ভিটির মাঠে রাতে বৃষ্টি হওয়ার সময় দমকা হাওয়ায় এঘটনা ঘটে। চাষীরা বলেছেন ষড়যন্ত্র করে কেউ ধরিয়ে দিয়েছে আগুন। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। এই অগ্নিকাণ্ডের পানচাষিদের প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান গেছে। জানা গেছে, রবিবার রাত সাড়ে ১১ টার দিকে আকাশে মেঘ মেঘ করছিল। ১২ টার দিকে একটি দমকা হাওয়া আসার সময় বাঁশ বাগানের আগুন থেকে পানের বরজে আগুন লেগে গেছে। এতে আশরাফপুর গ্রামের ছাত্তারের ছেলে মনা মিয়া, রহমতের ছেলে মুনাজাত এবং আলতাফ হোসেনের ছেলে আমজাদের মোট ৩ বিঘা জমিতে পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় স্থানীয়রা মেহেরপুর ফায়ার সার্ভিসে ফোন দিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।