softdeft

মেহেরপুরের বিভিন্ন গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে বড় দিনের আনুষ্ঠানিকতা

মেহেরপুরের বিভিন্ন গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে বড় দিনের আনুষ্ঠানিকতা

ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মেহেরপুরের পালিত হচ্ছে শুভ বড় দিন।
সকালে বিভিন্ন গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে বড় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দেশ ও জাতীয় মঙ্গল কামনা করেন ভক্তরা। মুজিবনগরের বল্লভপুর গাংনী উপজেলার চৌগাছা, নিত্যানন্দপুর, পাকুড়িয়া, জুগিন্দা ও মেহেরপুর শহর সহ ২৯ টি গির্জায় খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বড় দিন পালন করছেন।

বড়দিনের উৎসব সামনে রেখে গির্জা ও এর আশেপাশের খ্রিস্টান পল্লীগুলোতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বড়দিন উদযাপনের মধ্য দিয়ে ইংরেজি নতুন বর্ষ বরণের প্রস্তুতিও নিচ্ছে খ্রিস্টধর্মাবলম্বিরা। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনবে এমনটাই প্রত্যাশা তাদের।
খ্রিষ্টান পল্লীর পাড়ার মোড়ে মোড়ে যিশুখ্রিষ্ট বেথেলহেমের যে গোয়ালঘরে জন্মগ্রহণ করেছিলেন তারই আদলে তৈরি করা হয়েছে গোশালা।

বড়দিন উপলক্ষে যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জনান মেহেরপুর পুলিশ সুপার এস এম নাজমুল হক।

(Visited 1 times, 1 visits today)
Total Page Visits: 158 - Today Page Visits: 0