softdeft

মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে দুই চাউল ব্যবসায়ীর নিকট থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলার হাসপাতাল বাজার ও বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের প্রথমে হাসপাতাল বাজারে লাভলু চাউল ভান্ডারের স্বত্বাধিকারী লাভলু হোসেনকে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে পাটজাত আইন ২০১০ এর ১৪ ধারা ভঙ্গের অপরাধে মালিক তার দোষ স্বীকার করায় দুই হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়। একই অপরাধে গাংনী বড় বাজার এলাকায় মেসার্স কাবরান ট্রেডার্স এর মালিক কাবরান হোসেনকে পাঁচ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়।

এ সময় মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ ক ম হারুন অর রশিদ, গাংনী উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান গাংনী থানা পুলিশের এসআই শিমুল সহ একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

(Visited 1 times, 1 visits today)
Total Page Visits: 424 - Today Page Visits: 2