softdeft

মেহেরপুরের খালপাড়া সীমান্ত থেকে শীশা উদ্ধার করেছে বিজিবি

মেহেরপুরের খালপাড়া সীমান্ত থেকে শীশা উদ্ধার করেছে বিজিবি

 

আজ শুক্রবার(২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে পরিত্যাক্ত অবস্থায় শীশীগুলো উদ্ধার করে বিজিবি।
বুড়িপোতা কোম্পানি কমান্ডার তৌহিদুজ্জামান জানান, সদর উপজেলার খালপাড়া সীমান্ত দিয়ে চোরকারবারীরা শীশা জাতীয় পদার্থ ভারতে পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে শীশাগুলো ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা।

পরে খালাপাড় গ্রামের মেইন পিলার ১১৫ এর সাব পিলার ৭ এর কাছের মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় বেশ কয়েকটি পলিথিনের বস্তায় জড়ানো শীশাগুলো উদ্ধার করা হয়।

শীশাগুলোর ওজন ১২০ কেজি। যার প্রতি কেজি শীশার বাজার মূল্য দুই হাজার টাকা। মোট শীশার মূল্য দাড়ায় দুই লাখ ৮০ হাজার টাকা বলে জানান ক্যাম্প কমান্ডার। এদিকে চোরকারবারীদের ধরতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি বলেও জানান তিনি।

(Visited 5 times, 1 visits today)
Total Page Visits: 317 - Today Page Visits: 2