মেহররপুর প্রতিনিধি :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সীমান্তবর্তি সোনাপুর গ্রামের একটি মাঠ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সি অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল ৮টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৬শ গজ দূরের বাংলাদেশ অভ্যন্তরের সােনাপুর গ্রামের মাঠ থেকে মুজিবনগর থানা পুলিশের একটিদল মরদেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালের দিকে ক্ষেতে কাজ করার জন্য কয়েকজন কৃষক মাঠে যাচ্ছিলেন। এসময় তারা জনৈক আজিম উদ্দীনের জমিতে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পান। মরদেহটি কেউ চিনতে না পারায় মুজিবনগর থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি থানায় নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় বাগােয়ান ইউপি সদস্য সোহরাব হোসেন জানান সকালে ঘুম থেকে উঠে কৃষকরা নিজ নিজ জমিতে কাজের উদ্দেশ্যে গেলে, ওই যুবকের মরদেহটি দেখতে পায়। ওর বয়স ৩৫/৩৬ হতে পারে । আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের পাগল দেখতে পায় কিন্তু তাকে আমার গ্ৰামে এর আগে কখনো দেখিনি সম্পূর্ণভাবে সে অপরিচিত একজন ব্যক্তি । এ বিষয়ে মুজিবনগর থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম জানান স্থানীয়রা কেউ চিনতে না পারায় আমরা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এখন মরদেহটি ময়না তদন্তে জন্য মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।