softdeft

মুজিবনগর শিশু পরিবারের সাথে জেলা প্রশাসকের ঈদ ভাগাভাগি

মুজিবনগর শিশু পরিবারের সাথে জেলা প্রশাসকের ঈদ ভাগাভাগি

 

মুজিবনগর সরকারি শিশু পরিবার বালিকা নিবাসীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।
বুধবার বিকালে মুজিবনগর আম্রকাননের কমপ্লেক্সে বালিকা শিশু পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতারের আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বালিকাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসক শিশুদের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শিশুদেরকে আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখান। তিনি তার দু’সন্তানকে নিয়ে শিশুদের সাথে ইফতার করেন ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ফজলে রাব্বী।
এসময় উপস্থিত ছিলেন অতি: জেলাপ্রশাসক (সার্বিক) লিংক বিশ্বাস , উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসসহ সমাজসেবা ও নিবাসের কর্মকর্তাগণ ।

(Visited 12 times, 1 visits today)
Total Page Visits: 827 - Today Page Visits: 1