softdeft

মুজিবনগর থানার নবাগত ওসি উজ্বল কুমার দত্ত

মুজিবনগর থানার নবাগত ওসি উজ্বল কুমার দত্ত

মেহেরপুর সহ সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির একযোগে বদলির আদেশ হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এরই প্রেক্ষিতে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির বদলি আদেশ হয়েছে। মুজিবনগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হলেন উজ্বল কুমার দত্ত, বিপি। তিনি খুলনা দাকোপ থানার ভারপ্রাপ কর্মকর্তা ছিলেন।
বিদায়ী ওসির মেহেদী রাসেল মাগুরা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে বদলি হয়েছেন।
জানা গেছে, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০৭ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্বাচন কমিশনের বদলির নির্দেশের পর প্রথম ধাপে যাদের বদলি করা হবে তাদের প্রাথমিক তালিকা করেছে কর্তৃপক্ষ। জনপ্রশাসন মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, জেলা কর্মকর্তাদের তৈরি তালিকায় ২০৭ জন ইউএনও এবং ৩৩৮ জন ওসির নাম রয়েছে।

(Visited 3 times, 1 visits today)
Total Page Visits: 559 - Today Page Visits: 2