softdeft

মুজিবনগর গোপালপুর কাপ পিরিচের নির্বাচনী প্রচারণা ও গনসংযোগ

মুজিবনগর গোপালপুর কাপ পিরিচের নির্বাচনী প্রচারণা ও গনসংযোগ

মুজিবনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম তোতার কাপ পিরিচ প্রতীকের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে মহাজনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ গনসংযোগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউর রহমান নান্নু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম তোতা। বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব আলী।
গোপালপুর গ্রামে ইউপি সদস্য আরিফ শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ, উপজেলা আওয়ামীলীগের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক আবু বক্কর, ওয়ার্ড আওয়ামীলীগের নেতা রফিকুল ইসলামসহ আওয়ামীলীগের নেতা কর্মীরা ও স্থানীয়রা।

আগামী ৮ ই মে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

(Visited 4 times, 1 visits today)
Total Page Visits: 256 - Today Page Visits: 1