মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ শাওন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে উপজেলার দারিয়াপুর ঘোষপাড়া থেকে ফেনসিডিলসহ শাওনকে আটক করা হয়। আটক শাওন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের খোকন শেখের ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল জানান- দারিয়াপুর ঘোষপাড়ায় লোকমান মন্ডলের বাড়ীর পিছনে শাওন ফেনসিডিল বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে
থানার এস.আই উত্তম কুমার, এসআই বিপ্লব কুমার হালদার ও এএসআই আব্দুল মালেকের নেতৃত্বে উপজেলার দারিয়াপুর গ্রামের ঘোষপাড়ায় লোকমান মন্ডলের বাড়ীর পিছনে আটক করা হয়। এসময় তার হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগের মধ্যে থাকা ৪০ বোতল ফেনসিড়িল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।
(Visited 33 times, 1 visits today)
Total Page Visits: 538 - Today Page Visits: 3