softdeft

মুজিবনগরে লিড খামারীদের প্রশিক্ষন সমাপ্ত

মুজিবনগরে লিড খামারীদের প্রশিক্ষন সমাপ্ত

মুজিবনগর প্রতিনিধিঃ
ইফাদ ও পিকেএসএফ এর অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশনের আরএসটিপি প্রকল্পের নিরাপদ মাংশ ও দুদ্ধজাত পন্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় সপ্তাহ ব্যাপী লিড খামারীদের প্রানিসম্পদ প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন সাতদিন ব্যাপী প্রশিক্ষন সমাপ্ত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তর ও ওয়েভ ফাউন্ডেশন প্রকল্পের আয়াজনে অত্র অফিস হলরুমে প্রশিক্ষন সমাপ্ত অনুষ্ঠানে মুজিবনগর ওয়েভ ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার ইনারুল ইসলামের সভাপতিতে উপস্থিত ছিলেন যুবউন্নয়ন অফিসার রকিবউদ্দীন, ওয়েভ ফাউন্ডেশনের আরএসটিপি প্রকল্পের ভিসিএফ ডা: মো: রাইহানুল হক দেওয়ান, এ্যাকসেস প্রকল্পের ফিল্ড মনিটর নাহিদ ফাতেমা প্রমুখ। শেষে প্রশিক্ষনার্থীদের প্রকল্প থেকে বৃত্তি প্রদান করা হয়।

(Visited 1 times, 1 visits today)
Total Page Visits: 243 - Today Page Visits: 2