softdeft

মুজিবনগরে মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ

মুজিবনগরে মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ

মুজিবনগরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রতনপুর পুলিশ ক্যাম্পের সামনে থেকে দর্শনার কেরু এন্ড কোম্পানির ৩ লিটার মদ ও মটরসাইকেল সহ দুজন যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন বল্লভপুর গ্রামের তাপস মল্লিকের ছেলে তুহিন মল্লিক নীল (২৮) এবং সুজিত মন্ডলের ছেলে রূপক মন্ডল (২৫) ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রতনপুর পুলিশ ক্যাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ৩ লিটার মদ এবং একটি ব্লু কালারের মেহেরপুর ল ১১ ৩২৫১ নাম্বারের আরটিআর মোটরসাইকেল যোগে দর্শনার কেরু এন্ড কোম্পানির মদ পাচারকালে রতনপুর পুলিশ ক্যাম্পের এসআই অতুল জোয়ার্দার এএসআই ফেরদৌস এবং এ এস আই আলী শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে মোটরসাইকেল সহ আটক করে এবং তল্লাশি করে ৩ লিটার কেরু এন্ড কোম্পানির তৈরি মদ জব্দকরে। তাদেরকে আটক করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বলেন, রতনপুর পুলিশ ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।
তাদের সাথে ৩ লিটার মদ এবং একটি ব্লু কালারের মেহেরপুর ল ১১ ৩২৫১ নাম্বারের আরটিআর মোটরসাইকেল যোগে দর্শনার কেরু এন্ড কোম্পানির মদ পাচারকালে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোর্টে প্রেরণ করা হবে।
তিনি আরো বলেন, মুজিবনগর উপজেলা কে মাদক মুক্ত করতে মাদক সেবনকারী, মাদক পরিবহনকারী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মুজিবনগর থানা পুলিশের কঠোর অভিযান চলমান রয়েছে।

(Visited 18 times, 1 visits today)
Total Page Visits: 416 - Today Page Visits: 1