softdeft

মুজিবনগরে ফেন্সিডিলসহ মা আটক: ছেলে পলাতক

মুজিবনগরে ফেন্সিডিলসহ মা আটক: ছেলে পলাতক

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিল সহ এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করেছে বলে পুলিশ সুত্রে প্রকাশ।
আটক শহিদা বেগম(৪২) ঐ গ্রামের মজিদুল ইসলাম মজার স্ত্রী।
মুজিবনগর থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি আব্দুল হাশেম এর নেতৃত্বে পুলিশের একটি দল রশিকপুরের ঐ বাড়িতে তল্লাশী চালায়। তল্লাশীর এক পর্যায়ে বাড়ির একটি ঘরে শোকেস এর ভিতর বস্তায় রাখা ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক শহিদা বেগমের ছেলে শরিফুল পালিয়ে যায়।
ওসি আব্দুল হাশেম জানান, আটক আসামী শহিদা বেগমের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক শরিফুলকে আটক করা হবে।

(Visited 8 times, 1 visits today)
Total Page Visits: 951 - Today Page Visits: 2