মুজিবনগরে ফরিদনগর ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু (সঃ) হাফিজিয়া মাদ্রাসার নবীন বরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মুজিবনগরের ভবরপাড়াতে ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু (সঃ) হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ নবীন বরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকনগর ডি.এস. আমিনিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা শহিদুল ইসলাম শাহিদী এবং প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান কাবিদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক আহসান আলী এবং মাদ্রাসার মোহতামিম ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. ফাহাদ শেখ।
বক্তারা তাদের বক্তব্যে মাদ্রাসার ভবিষ্যৎ উন্নয়নের কথা তুলে ধরেন। তারা বলেন, এটি একটি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে। এখানে পড়াশোনার মাধ্যমে ছাত্রছাত্রীরা শুধু আরবি নয়, বাংলা ও ইংরেজিতেও দক্ষতা অর্জন করতে পারে।
অনুষ্ঠানে ২০২৫ সালের শ্রেণি অনুযায়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মেলনে অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং মাদ্রাসার এমন উদ্যোগকে সাধুবাদ জানান।