“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিবনগরে অনুষ্ঠিত হলো “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে তারুণ্যের মেলা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা কাওসার আলী এবং মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ মেলায় অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও পলাশ মন্ডল বলেন, “দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীর বাংলাদেশ গঠনে তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।”
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের উদ্যোগ ও সৃজনশীল কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এই মেলা তরুণদের নতুন উদ্ভাবন, সৃজনশীলতা এবং দেশ গঠনের অগ্রযাত্রায় অনুপ্রেরণা জোগাবে বলে আয়োজকরা আশা করছেন।