মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর
গ্রামে আলম হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার মধ্যরাতে তারনগর গ্রামে আলম হোসেনের বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। আলম হোসেন তারানগর গ্রামের আগবত হোসেনের ছেলে।
জানা গেছে, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের মাদক ব্যবসায়ী আলম নিজ বাড়িতে চৌকির উপর ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে ৬-৭ জনের একজন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রধারী তার বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় এলো পাতাড়ী কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যাই। জানা গেছে আলম হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকের টাকা ভাগাভাগি করাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক পর্যায়ে জানা গেছে। তার লাশ উদ্ধার করে মুজিবনগর থানায় রাখা হয়েছে।
(Visited 12 times, 1 visits today)
Total Page Visits: 941 - Today Page Visits: 1