softdeft

মুজিবনগরে একুরিয়াম ফিস ও নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশনসহ চোরাকারবারী আটক

মুজিবনগরে একুরিয়াম ফিস ও নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশনসহ চোরাকারবারী আটক

মুজিবনগর সীমান্তবর্তী সোনাপুর বাজারে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, একুরিয়াম ফিস ও নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশন সহ চার চোরাকারবারী কে আটক করেছে বিজিবি।
বুধবার ভোরে উপজেলার সোনাপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলো- আনন্দবাস পূর্বপাড়ার জহির খাঁর ছেলে মানিক(২০), মৃত
নূরবকস্ এর ছেলে লাল্টু মিয়া(৩৫),রিয়াজ মল্লিকের ছেলে জাকিরুল হোসেন (৩৩)এবং সোনাপুর মাঝপাড়া গ্রামের লৎফর রহমানের ছেলে এনামুল হক (৩৫)।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৪ টার দিকে মুজিবনগর উপজেলার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির মুজিবনগর বিওপি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বাগোয়ান ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান চালিয়ে ৬২৬ টি নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশন, ৭৫০ পিস
একুরিয়াম মাছ, ৫ বোতল ফেন্সিডিল ও ২ টি মোটরসাইকেল সহ ৪ চোরাকারবারিকে আটক করা হয়। পরে বুধবার দুপুরে বিজিবি আটককৃত মালামালসহ আসামীদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান, দুপুরে মুজিবনগর বিজিবি ৪ জন আসামিসহ জব্দকৃত মালামাল মুজিবনগর থানায় সোপর্দ করেছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতাআইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

(Visited 10 times, 1 visits today)
Total Page Visits: 388 - Today Page Visits: 1