softdeft

মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মেহেরপুরে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন করা হয়।

শুক্রবার বিকেলে রজব কোচিং সেন্টারের হল রুমে
ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর মেহেরপুর জেলা শাখার সভাপতি ও খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালীর জাতীয় চেতনাকে শানিত করেছিল। সেই চেতনায় উজ্জীবিত হয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা।
তিনি বলেন, বায়ান্নর শহীদদের আত্মত্যাগে ভাষা আন্দোলনের দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করে। বিশ্ববাসী জানতে পেরেছে আমাদের ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস।

এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি ফরহান ইসরাক, ভাইস প্রেসিডেন্ট কোহেলি, প্রিন্স অর্নব, রজনী, নিলা,প্রেম রাজ প্রমুখ।

এসময় সংগঠন টির সভাপতি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

(Visited 26 times, 1 visits today)
Total Page Visits: 649 - Today Page Visits: 2