মহান বিজয় দিবসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিট। শনিবার সূর্যোদয়ের সাথে সাথে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হক হীরা, যুব প্রধান খন্দকার শামসুজ্জোহা সোহাগ এবং ইউনিটের সকল যুব সদস্যরা।
সেখানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে মেহেরপুর জেলা স্টেডিয়ামে ফার্স্ট এইড ক্যাম্প পরিচালনা করা হয়।
(Visited 9 times, 1 visits today)