softdeft

মহাজনপুরে গমক্ষেতে নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

মহাজনপুরে গমক্ষেতে নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের এস আর ইটভাটার পশ্চিমে গমক্ষেত থেকে বস্ত্রবিহীন এক মধ্য বয়সি নারীর মরদেহ উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। সোমবার দুপুর ২ টার দিকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে সবাই যে যার মতো কাজে কর্মে চলে যায়। এ এলাকায় কাজ করতে যাওয়া কিছু কৃষকেরা গম ক্ষেত এলোমেলো দেখে ক্ষেতের মধ্যে ঢুকে দেখে বস্ত্রবিহীন এক নারীর মৃতদেহ দেখে। পরে স্থানীয়রা মুজিবনগর থানা পুলিশ কে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের এসআর ইটভাটার ২০০ গজ পশ্চিমে গমক্ষেত থেকে মধ্য বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহ শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। মরদেহ শনাক্ত হলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

(Visited 14 times, 1 visits today)
Total Page Visits: 292 - Today Page Visits: 1