softdeft

ভেনিসে মুসলিম বাংলাদশী নারীর নিকাব ছিড়ে নেয়া ও হামলার প্রতিবাদে মৌন মিছিল 

ভেনিসে মুসলিম বাংলাদশী নারীর নিকাব ছিড়ে নেয়া ও হামলার প্রতিবাদে মৌন মিছিল 

শরিফুল ইসলাম টগর, ইতালি প্রতিনিধি।।ইতালির ভেনিসে মুসলিম বাংলাদশী এক বোনের নিকাব ছিড়ে নেয়া ও হামলার প্রতিবাদে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ ই ডিসেম্বর ইতালির ভেনিসের মারঘেরায় বাংলাদেশী এক নারী নিকাব পরে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।ঐ সময় ইতালিয়ান এক নারী বাংলাদেশী ঐ নারীকে নিকাব পরার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং নিকাব খুলে ফেলতে লাথি ও মারধর করে। সে সময় হামলার শিকার নারীকে আহত অবস্হায় চিকিৎসা দেয়া হয়। আশেপাশে দাঁড়িয়ে থাকা কোন ইতালিয়ান বোনটিকে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। এ বিষয়ে আহত নারীর স্বামী ইতালি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে প্রশাসন দ্রুত ব্যাবস্হা গ্রহন করেন। এরই ধারাবাহিকতায় ইতালির প্রশাসনের সহযোগিতায় বসবাসরত মুসলিম কমিউনিটির আয়োজনে আজ সকাল ১০ টায় ইতালির ভেনিস শহরের মেস্ত্রে ট্রেন স্টেশন থেকে শুরু করে মেস্ত্রে কয়েন মার্কেটের সামনে এসে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মৌন মিছিলের আয়োজন করা হয়।

উক্ত প্রতিবাদ মৌন মিছিলে জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে কমিউনিটি নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত থেকে এই ঘৃণ্য নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। উল্লেখ যে মাঝে মাঝেই এই ধরনের হামলার ঘটনা ঘটে থাকে ইতালির বিভিন্ন শহরে মুসলিম নারীদের উপর।

(Visited 25 times, 1 visits today)
Total Page Visits: 579 - Today Page Visits: 3