softdeft

বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত

বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে

আজ শুক্রবার গাংনী উপজেলার বাওট গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। সারাদিনব্যাপী এই কার্যক্রমে স্বেচ্ছাসেবকরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরীক্ষা এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম হোসেন, সহ-সভাপতি শাহাবুল হক এবং প্রচার সম্পাদক রাজিবুল ইসলাম। এছাড়া টেকনিশিয়ান জাহিদ জামান, বৃষ্টি মুনশি, নুসরাত জাহান এবং নবীন সদস্য সানজিদা খাতুন, অমিত হাসান, হাসিবুল ইসলাম, জাহিদুল ইসলামসহ সংগঠনের আরো অনেকে সক্রিয় ভূমিকা পালন করেন।

ক্যাম্পিংয়ে ১৮০ জনের বেশি মানুষের রক্ত পরীক্ষা করা হয়। রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সচেতনতামূলক পরামর্শ প্রদান করে মানুষের মধ্যে রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয়।

বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

(Visited 5 times, 1 visits today)
Total Page Visits: 297 - Today Page Visits: 3