softdeft

পটিয়া থানায় নতুন ওসি  প্রিটন সরকারের যোগদান

পটিয়া থানায় নতুন ওসি  প্রিটন সরকারের যোগদান

ফোকাস ডেস্ক।। পটিয়া থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন প্রিটন সরকার। এর আগে তিনি সিএমপিতে বিভিন্ন থানায় ১৩ বছরের অধিক সময় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ মাগুরার শ্রীপুর থানা থেকে তিনি পটিয়া বদলী হন। প্রিটন সরকার মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামের প্রয়াত সুধাংশু মোহন সরকারের ছেলে। প্রিটন সরকারের যোগদানের পূর্বে পটিয়া থানায় ওসির দায়িত্ব পালন করেন রেজাউল করিম মজুমদার।

শনিবার বিকালে পটিয়া থানা কমপ্লেক্স চত্ত্বরে যোগদানকৃত ও বিদায়ী ওসির সংবর্ধনার আয়োজন করেন পটিয়া থানা। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বিজন চক্রবর্তী, চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ কাশেম, সাধারণ সম্পাদক মোঃ সেলিম চেয়ারম্যান, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ও নেতৃবৃন্দ। পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ওসির সৎ কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

ওসি রেজাউল করিম মজুমদার তার বক্তব্যে আবেগাপ্লুত হয়ে সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নেন। এর আগে গতকাল পটিয়া থানার অফিসিয়াল দায়িত্ব বুঝে নেন প্রিটন সরকার।

(Visited 44 times, 1 visits today)
Total Page Visits: 580 - Today Page Visits: 1