মেহেরপুর প্রদিনিধি ঃ শোক র্যালি, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা এবং মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল ৮ টায় মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে জেলা প্রশাসক ড.মো:মুনসুর আলম খান পুষ্পমাল্য অর্পন করেন। পর্যায়ক্রমে সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম আব্দুস ছালাম, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ও জেলা আওয়ামীলীগের পক্ষ হতে পুষ্প অর্পন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম, পিপি পল্লব ভট্টাচার্যসহ নেতাকর্মীরা। জেলা পরিষদের পক্ষ হতে পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌরসভা ও যুবলীগের পক্ষ .হতে পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
নানা কর্মসূচির মধ্যদিয়ে মেহেরপুর জাতীয় শোক দিবস পালিত
(Visited 5 times, 1 visits today)
Total Page Visits: 908 - Today Page Visits: 1