softdeft

“দৈনিক রূপান্তর প্রতিদিন” পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক সুজন শাহ্

“দৈনিক রূপান্তর প্রতিদিন” পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক সুজন শাহ্

ডেক্স রিপোর্ট:
যশোর থেকে প্রকাশিত দৈনিক রূপান্তর প্রতিদিন পত্রিকায় মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেরপুরের বহুল প্রচলিত অনলাইন নিউজ পোর্টাল “Focus Meherpur” এর উপ-সম্পাদক সাংবাদিক সুজন শাহ্ ।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলমগীর কবির সাক্ষরিত পরিচয় পত্র (আইডি কার্ড) ও নিয়োগপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কুরিয়ার যোগে পাঠানো হয়েছে। নিয়োগপত্রে সাংবাদিক সুজন শাহ্ দৈনিক রূপান্তর প্রতিদিন পত্রিকায় মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করার গৌরব অর্জন করেছেন।
বহুল প্রচারিত “দৈনিক রূপান্তর প্রতিদিন ” পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও সুধী মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।

সাংবাদিক সুজন শাহ্ মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের সাবদার আলী’র ছেলে।
সাংবাদিক সুজন শাহ্ কে দৈনিক রূপান্তর প্রতিদিন পত্রিকায় মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তিনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলমগীর কবিরকে ধন্যবাদ জানিয়েছেন।

এই তরুন সংবাদকর্মী ২০২০ সাল থেকে সাংবাদিকতায় আসেন। সে সময় থেকে শুরু করে আজ অবধি সাহসী সংবাদ পরিবেশন করে তিনি পাঠক মহলে অস্থা ও সুনাম অর্জন করেন।

সুজন শাহ্ জানান, দুর্নীতি রোধে অনুসন্ধানী সংবাদ পরিবেশন করাই তার মুল লক্ষ। তিনি তার পথ চলায় জেলার সকল সাংবাদিকদের দোয়া এবং সহযোগিতা কামনা করেন। রূপান্তর প্রতিদিন পরিবারের সকলের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

(Visited 4 times, 1 visits today)
Total Page Visits: 890 - Today Page Visits: 5