softdeft

দীর্ঘ ১০ দিন পর খ’ণ্ড খ’ণ্ড লা শের দেখা মিলল নি.খোঁ.জ আয়াতের

দীর্ঘ ১০ দিন পর খ’ণ্ড খ’ণ্ড লা শের দেখা মিলল নি.খোঁ.জ আয়াতের

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকা থেকে নিখোঁজ ৫ বছর বয়সী আয়াতের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ছয় টুকরা করে নদীতে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার (২৫ নভেম্বর) আকমল আলী রোড এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আবির আলী (১৯) নামের এক যুবককে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা।

আবির তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি আয়াতের দাদা বাড়ির সাবেক ভাড়াটিয়া। নগরের আকমল আলী সড়কে মায়ের সঙ্গে থাকেন।

নাঈমা সুলতানা বলেন, আয়াতকে অপহরণ করে তাদের সাবেক ভাড়াটিয়া আবির আলী। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে আকমল আলী সড়ক থেকে আটক করা হয়। সে হত্যার কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, মুক্তিপণের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আয়াতকে সে অপহরণের চেষ্টা করে। এ সময় চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করে সে। পরে মরদেহ আকমল আলী সড়কের বাসায় নিয়ে ছয় টুকরা করে। খণ্ডিত মরদেহ দুটি ব্যাগে নিয়ে বেড়িবাঁধ এলাকায় নদীতে ফেলে দেয়। সেসব আমরা উদ্ধারের চেষ্টা করছি, তবে মরদেহ টুকরা করার কাজে ব্যবহার করা বঁটি ও অ্যান্টি কাটার উদ্ধার করা হয়েছে।

দাদার হাত ধরে গত ১৫ নভেম্বর (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টার দিকে মক্তবের উদ্দেশে বের হয় আয়াত। নাতনিকে মসজিদের উদ্দেশে পাঠিয়ে দোকানে যান দাদা। এরপর থেকেই নিখোঁজ হয়ে যায় শিশুটি।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি আব্দুল করিম জানান, বাসা থেকে বের হওয়ার ২০ মিনিটের মধ্যে শিশুটি নিখোঁজ হয়।

সন্তানকে না পেয়ে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছিলেন বাবা সোহেল রানা ও মা তামান্না খাতুন। তারা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, থানা-পুলিশ ও হাসপাতাল ঘুরছেন। এলাকায় মাইকিং ও পোস্টার লাগানো হয়েছে। আয়াতের সন্ধান দিলে পুরস্কারের ঘোষণাও দিয়েছিল পরিবার।

(Visited 22 times, 1 visits today)
Total Page Visits: 645 - Today Page Visits: 1