মেহেরপুর প্রতিনিধি।।
জাতীয় শ্রমিক লীগ মেহেরপুর সদর উপজেলা শাখা ও জেলা অটো ইজি বাইক শ্রমিক লীগের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার রাত ৯ টার দিকে হাসপাতাল রোডে সদর উপজেলা অফিস কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখা ও জেলা অটো ইজি বাইক শ্রমিক লীগের সাইদুর রহমান সাইদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন। অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, জেলা শ্রমিক লীগের নির্বাহি সদস্য নুরুল ইসলাম, অটো ইজি বাইক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি শরিফুল ইসলাম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহাবুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুপ আলি, শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ হোসেন। অটো ইজি বাইক মালিক ও চালক সমিতির সাংগঠনিক সম্পাদক রিপন আলীসহ অটো ইজি বাইক শ্রমিক লীগের সহ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে শহীদ শ্রমিকদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারাকপুর জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোঃ সোহেল আজম।