মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর জেলা পুলিশের জাতীয় শোক দিবস পালন। শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার দুপুরে পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, হাসিবুল আলম,ডি আই-১ ফারুক হোসেন, সদর থানার ওসি শাহ দারা খান, ডিবির ওসি জুলফিকার আলী, টিআই জাহাঙ্গীর আলম, পিএস আই শুভ কুমার, এস আই জানে আলম, কনস্টেবল সুমন আহমেদ, সাদিয়া ফারহানা প্রমূখ। পরে ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় । এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুলিশ লাইনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি ও অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ও হাসিবুল আলম।
জাতীয় শোক দিবসে মেহেরপুর জেলা পুলিশের পুষ্পমাল্য অর্পন ও দোয়া মোনাজাত
(Visited 1 times, 1 visits today)
Total Page Visits: 52 - Today Page Visits: 0