softdeft

গোপালপুরে রাস্তা নির্মাণে নিন্মমানের ইট দেওয়ায় গ্রামবাসীর প্রতিবাদ

গোপালপুরে রাস্তা নির্মাণে নিন্মমানের ইট দেওয়ায় গ্রামবাসীর প্রতিবাদ

মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুর গোপালপুর থেকে পুরাতন মদনার ভাটা পর্যন্ত মাটির রাস্তা এইচবিবি করণ হেয়ারিং কাজে নিন্মমানের ইট ব্যবহারের করার প্রতিবাদ করে কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। উপজেলার বামন্দি ইউনিয়নের তেরাইল কুঠিপাড়া রাস্তায় এই মানববন্ধন করেন এলাকার সাধারণ মানুষ। জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে পুরাতন মদনার ভাটা-থেকে গোপালপুর মাঠের প্রায় রাস্তা কি.মি. এইচবিবি করণ প্রকল্পের কাজ পেয়েছেন বড় বাজারের রাস্তা সরেজমিন ঘুরে দেখা গেছে, ঠিকাদার তারিক এইচবিবি (হেয়ারিং বন্ড) করনের জন্য রাস্তার দুইপাশে ১ নম্বর ইটের পরিবর্তে ৩ ও ২ নম্বর ইট ব্যবহার করছে। এই কারণে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে কাজ বন্ধ করেছে। গ্রামবাসীরা বলেন,যে দিন নিন্মমানের ইট আনা হয়েছে সেদিন নিষেধ করা হলেও ঠিকাদার কর্নপাত করেনি। একই গ্রামের ইদ্রীস আলী বলেন, দীর্ঘদিন পর এলাকার কৃষদের দূর্ভোগ লাঘবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির প্রচেষ্টায় রাস্তাটি টেন্ডার হয়। কিন্তু ৩ নম্বর পচা ইট দিয়ে রাস্তা তৈরির পায়তারা করছে ঠিকাদার। দ্রুত সময়ের মধ্যে নিন্মমানের ইট সরিয়ে নিয়ে সিডিউল মোতাবেক কাজ করার দাবি গ্রামবাসীর। কৃষকেরা বলেন, এই রাস্তা দিয়ে কৃষকের উৎপাদিত ফসল ঘরে তুলতে কষ্ট হতো। অনেক কষ্টের পর রাস্তা নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। নিন্মমানের ইট দিয়ে রাস্তা করলে পূর্বের মতো অবস্থা সৃষ্টি হবে। তাই কৃষকের দু:খ কষ্ট লাঘবে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এমনটাই দাবি তাদের। শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন বলেন, নিন্মমানের ইট দিয়ে রাস্তা করলে স্থানীয় জনগন বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলে আমি গিয়ে সত্যতা পেয়েছি। এখন কাজ বন্ধ আছে।

(Visited 14 times, 1 visits today)
Total Page Visits: 255 - Today Page Visits: 1