softdeft

গার্ডার পরে নিহত রুবেলের দাফন মেহেরপুরে সম্পন্ন

গার্ডার পরে নিহত রুবেলের দাফন মেহেরপুরে সম্পন্ন

 

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট (বি আর টি) প্রকল্পের গার্ডার পড়ে প্রাইভেটকারে থাকা নিহত রুবেলের জানাযা ও দাফন মেহেরপুরে গ্রামের বড়িতে সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮ টায় জানাজা শেষে রাজনগর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়।
সোমবার বিকালে রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটিএর প্রকল্পের গার্ডার পড়ে প্রাইভেটকারের পাঁচজন নিহত হন। এর মধ্যে রুবেল মিয়া ওরফে আযুব হোসেন হলেন মেহেরপুর সদর উপজেলার রাজনগর ঘোরামারা গ্রামের মৃত তারা চাঁদ মণ্ডলের ছেলে। রুবেলের লাশ ঘোরামারায় এসে পৌছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে উঠেছে। রুবেলর মরদেহটি একনজর দেখার জন্য আশেপাশের গ্রাম থেকে স্বজনরা ভিড় জমিয়েছেন তার পৌতৃক ভিটায়।

উল্লেখ্য, গত শনিবার একমাত্র ছেলে হুদয়ের বিয়ে দেন জামালপুরে। সোমবার ছিলো বৌভাতের অনুষ্ঠান। বৌভাতের অনুষ্ঠান শেষে ছেলে, ছেলের বউ ও তাঁর পরিবারের লোকজনকে নিজের গাড়ি ড্রাইভ করে রাখতে যাচ্ছিলেন জামালপুরে। এর মধ্যে উত্তরায় ঘটে মর্মান্তিক দুঘটনা। তিনিসহ প্রাণ হারান ৫ জন।

(Visited 24 times, 1 visits today)
Total Page Visits: 691 - Today Page Visits: 1