গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের পূর্বপাড়ার পুকুরের পাড় থেকে পরিত্যক্ত ২ টি দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে পরিত্যাক্ত ২টি দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মৃত আবু বক্কর এর পুকুরপাড় এলাকায় কয়েকজন শিশু খেলা করার সময় ২টি দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল দেখে স্থানীয়দের লোকজনকে খবর দেয়। কয়েকদিন ধরে এলাকায় ডাকাতি চুরির ঘটনা ঘটেছে। এই ২টি দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল ডাকাতি বা চুরি কাজে ব্যবহৃত হতে পারে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি শুনেছি, দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
(Visited 6 times, 1 visits today)
Total Page Visits: 478 - Today Page Visits: 1