softdeft

গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট শাকিল আহমাদ

গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট শাকিল আহমাদ

নাছিম হাসান , মেহেরপুর

মেহেরপুর জেলার গাংনীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ এর ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট শাকিল আহমাদ।

আজ ৬ই মে (মঙ্গলবার) যশোর উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অ্যাডভোকেট শাকিল আহমাদ বর্তমানে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। গাংনীর সন্তান হিসেবে তিনি শৈশবে এই বিদ্যালয়েই পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ঢাকায় চলে যান এবং সেখানেই আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

শিক্ষানুরাগী হিসেবে পরিচিত অ্যাডভোকেট শাকিল দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন। তিনি বর্তমানে জাতীয় কেন্দ্রীয় পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্বও পালন করছেন।

(Visited 101 times, 53 visits today)
Total Page Visits: 182 - Today Page Visits: 35