মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট গ্রাম থেকে ২শ, ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বামন্দী পুলিশ । এসময় একটি অ্যাপাচি মোটরসাইকেল (কাগজ বিহীন) ও একটি ভ্যানগাড়ি জব্দ করা হয়। মাদক ব্যবসায়ীদের আটক করার সময় এএসআই শরিফুল ইসলাম আহত হন।
রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ভরাট বিলপাড়া থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন-গাংনী উপজেলার ওলিনগর গ্রামের সুলতান হকের ছেলে আবুল কালাম আজাদ (৩৬) ও তেরাইল গ্রামের মোতাহার বিশ্বাসের ছেলে মেছের আলী (৫০)। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,ভরাট গ্রামের বিলপাড়া এলাকায় মাদক পাঁচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশের এএসআই শরিফুল ইসলাম ও কনস্টেবল রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২শ,৫০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।
এসময় তাদের আটক করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের সাথে ধস্তাধস্তিতে পুলিশের এএসআই শরিফুল ইসলাম আহত হন। আটককৃত আবুল কালাম আজাদের বিরুদ্ধে ইতিপূর্বে আরো ১২ টি মাদক মামলা রয়েছে। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা পূর্বক জেল হাজতে প্রেরণ করা হবে।