softdeft

গাংনীতে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-২

গাংনীতে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-২

র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ এর মেহেরপুরের সদস্যরা। শনিবার (০২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো-মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের বর্ডারপাড়ার নইমুদ্দিনের ছেলে মালেক শেখ (৫৫) এবং একই এলাকার মৃত আতর আলী শেখের ছেলে কুদ্দুস শেখ (৫৬)

সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মোঃ মনিরুজ্জামান সিপিসি-৩, মেহেরপুর, র‌্যাব-১২ রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মালেক ও কুদ্দুস নামের দুই মাদক কারবারিকে আটক করেন।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানায় মামলাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

(Visited 1 times, 1 visits today)
Total Page Visits: 223 - Today Page Visits: 0