softdeft

গাংনীতে ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি দেওয়া যুবক গ্রেফতার

গাংনীতে ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি দেওয়া যুবক গ্রেফতার

জ্বালানি তেলের মূল্যে বৃদ্ধি পাওয়ায় ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে গালি দেওয়ায় মেহেরপুরের গাংনীতে আবু তালেব নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দিবাগত মধ্যে রাতে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রাম থেকে আবু তালেবকে গ্রেফতার করেছে পুলিশ। আবু তালেব গাড়াবাড়ীয়া গ্রামের হারুন অর রশিদ হারুর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি দেওয়ায় গাংনী উত্তরপাড়ার আবুল খায়েরের ছেলে শেখ আসাদুজ্জামান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। মামলা নং ০৮ তাং ১১.০৮.২২ ইং।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিকুর রহমান জানান, মামলার আসামী আবু তালেবকে গ্রেফতার করার পর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

(Visited 17 times, 1 visits today)
Total Page Visits: 940 - Today Page Visits: 1