softdeft

গাংনীতে প্রতিবন্ধী ধর্ষণ মামলার পলাতক আসামী আটক

গাংনীতে প্রতিবন্ধী ধর্ষণ মামলার পলাতক আসামী আটক

মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের গাংনীতে ধর্ষন মামলার পলাতক আসামী আবু তাহেরকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার ধানখোলা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। সে ঐ গ্রামের বাগান পাড়ার মৃত ইসলাম আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাবিব জানান, কসবা গ্রামের এক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষনের অভিযোগে তার ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে তাহেরের নামে গাংনী থানায় ধর্ষনের মামলা দায়ের করে। মামলা নং ২০ তাং ১৮.০৮.২০২০ ইং। এ ঘটনার পর থেকে আবু তাহের পলাতক ছিলো।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, আবু তাহের ২০১৯ সালের ১৫ ডিসেম্বর তার ৫ বছরের সৎ মেয়েকে যৌন নির্যাতন করে। ঐ ঘটনায় মেয়েটির মা মফিরন নেছা বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন মামলা নম্বর ১৪। তারিখ ১৬-১২-১৯ ইং । মামলায় জামিন পেয়ে জেলা কারাগার থেকে কিছুদিন আগে মুক্তি পেয়েছে।
স্থানীয়রা জানান,আবু তাহের লম্পট জামিনে মুক্তি পাওয়ার পর প্রতিবন্ধী মহিলাকে রাতের আধারে জোর পূর্বক যৌনর নির্যাতন করে। এবং সৎ মেয়ে ও তার স্ত্রী মফিনের উপর কয়েকবার হামলা করে। এক পর্যায় মফিরন বাধ্য হয়ে লম্পট আবু তাহেরকে তালাক দেয়।

(Visited 1 times, 1 visits today)
Total Page Visits: 870 - Today Page Visits: 1