softdeft

গাংনীতে ডেঙ্গু প্রতিরোধে ও জনসচেতনামূলক র‍্যালী অনুষ্ঠিত

গাংনীতে ডেঙ্গু প্রতিরোধে ও জনসচেতনামূলক র‍্যালী অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি।

“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি,ডেঙ্গু মুক্ত দেশগড়ি,জমা পানি সর্বনাশা, এডিশ মশা বাঁধে বাসা তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন।
এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনামূলক র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে একই স্থানে এসে শেষ হয় পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকিয়া সেতু। এই সময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক,পৌর মেয়র আহমেদ আলী, গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর প্রভাতী রানী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মুনতাজ আলী সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

(Visited 1 times, 1 visits today)
Total Page Visits: 390 - Today Page Visits: 2