softdeft

গাংনীতে গোয়াল ঘরে অগ্নিকান্ডে কৃষকের ক্ষয়ক্ষতি

গাংনীতে গোয়াল ঘরে অগ্নিকান্ডে কৃষকের ক্ষয়ক্ষতি

 

গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে চুলার আগুনে অগ্নিকান্ডের ঘটনায় অসহায় দরিদ্রের ঘর বাড়ি পুড়ে ভস্মিভূত হয়েছে। আজ বিকালে উপজেলার কল্যাণপুর সর্দারপাড়া এলাকার আইতাল হোসেনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আইতাল হোসেনের স্ত্রী আহাজান নেছা জানান, বিকালে রান্ন ঘরে রান্না করার সময় আগুন ছড়িয়ে পড়ে। এরপর আগুনের লেলিহান শিখা পাশের গোয়াল ঘরেও ছড়িয়ে যায়।
গোয়াল ঘরে থাকা দুটি গরুর মধ্যে একটি গরু পুড়ে আহত হয়েছে। এছাড়া ঘরে থাকা পাটকাটি ও অন্যান্য মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।
ফকির আহম্মেদ জানান, আমরা গরিব মানুষ। জনপাট খেটে দিন যাপন করি। আমাদের তিনটি ঘর পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ইপি সদস্য কাওছার আলী বলেন, দরিদ্র এই পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে। তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনা ও ক্ষয়ক্ষতির বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

(Visited 22 times, 1 visits today)
Total Page Visits: 744 - Today Page Visits: 1