softdeft

গাংনীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাংনীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগর গ্রাম থেকে নাহিদ (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ আগষ্ট) সকালে বাড়ির নিজ শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাহিদ উপজেলার অলিনগর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্নহত্যা করেছে এমন সংবাদ পেয়ে উপজেলার অলিনগর গ্রামের বাড়ির নিজ শয়ন কক্ষ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

(Visited 47 times, 1 visits today)
Total Page Visits: 846 - Today Page Visits: 1