softdeft

কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে হবে – কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক

কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে হবে – কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক

 

সুজন শাহ্, মেহেরপুর: কৃষিমন্ত্রী ড. আব্দুল রাজ্জাক বলেন, শুধু পোশাক শিল্প নয়, বিশ্ব বাজারে বড় ভূমিকা রাখবে বাংলাদেশের কৃষি পণ্য। কিভাবে কৃষি থেকে আয় বৃদ্ধি করা যায়, শুধু পেট ভরা নয়, কৃষিকে কিভাবে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা যায় সব রকম প্রস্তুতি নিচ্ছে কৃষি মন্ত্রণালয়।

বুধবার সকালে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন শেষে কৃষি প্রযুক্তি ও কৃষি ঋণ মেলার উদ্বোধন অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশে কৃষিমন্ত্রী ড. আব্দুল রাজ্জাক এ কথা বলেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান এর সভাপতিত্বে কৃষি ঋণ মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুল রাজ্জাক আরও বলেন, কৃষি প্রযুক্তিকে দ্রুত মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে। ইউরিয়া, টিএসপি, পটাশিয়াম প্রত্যেকটা সার সরকার বিপুল পরিমাণ ভর্তুকী দিয়ে কৃষেকের কাছে পৌছিয়ে দিচ্ছে।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। তিনি বলেন, মেহেরপুর কৃষি সম্ভানাময় একটি জেলা। এখনকার মাটি অনেক উর্বর, মেহেরপুরের বাঁধাকপি সহ অন্যান্য ফসল দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে, এমনকি দেশের বাহিরেও রপ্তানি হচ্ছে। এতে মেহেরপুরের কৃষকরা অনেক লাভবান হচ্ছে। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি বিষয়ক বিভিন্ন বার্তা কৃষকের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সহিদুজ্জামান, কৃষি মন্ত্রণালতের সচিব সায়েদুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান এ. এফ. এম হায়াতুল্লাহ, কৃষি বিপনন অভিদপ্তরের মহাপরিচালক আ: গাফ্ফার খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ শাহ জাহান কবির, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউ এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক আবদুল আউয়াল, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক আখতারুজজামান, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, পুলিশ সুপার রাফিউল আলম প্রমুখ।
এর আগে কৃষিমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফিতা কেটে কৃষি মেলার উদ্বোধন করেন।

(Visited 10 times, 1 visits today)
Total Page Visits: 490 - Today Page Visits: 1