softdeft

কৃষকের মুখে হাসি ফোটালেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

কৃষকের মুখে হাসি ফোটালেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

মেহেরপুর প্রতিনিধি \ অবশেষে প্রায় তিন-চার দশক ধরে সমস্যার অবসান ঘটিয়ে মেহেরপুরের কালাচাঁদপুরস্থ জিয়ালা বিলের পানি খাল পুণখনন ও খাল কেটে অবমুক্ত করে দিলেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। বুধবার বিকাল ৩টার সময় মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের উপস্থিতিতে পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুরের জিয়ালা বিলের পানি খালকেটে অবমুক্ত করা হয়।
এলাকার কতিপয় ব্যক্তিরা জিয়ালা বিলে বাঁধ দিয়ে সেখানে মাছ চাষ করার ফলে কালাচাঁদপুর ও উজলপুর মাঠের প্রায় এক হাজার বিঘা জমির চাষাবাদে ব্যাঘাত সৃষ্টি হয়। এলাকার চাষীরা ক্ষতিগ্রস্থ হচ্ছিল, এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল ওই বাঁধ অপসারণ করে আবাদি জমিতে চাষাবাদ করার। শেষ পর্যন্ত পৌর মেয়রের হস্তক্ষেপে বাঁধ অপসারণ করার পর জিয়ালা বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ায় এলাকাবাসীর আবাদি জমিতে চাষাবাদ করার সুযোগ পেয়ে এলাকাবাসীর আনন্দ প্রকাশ করেন।
কালাচাঁদপুর জিয়ালা নামক মাঠে কালাচাঁদপুর, শেখপাড়া, নতুনপাড়া, বেড়পাড়া ও উজলপুরের শতশত চাষিদের আবাদি জমি রয়েছে। সমস্ত জমিই মালিকানা যেখানে সরকারি বা খাঁস খতিয়ানের কোন জমি নেই। শুধু মাত্র পৌরসভার রেকর্ডে পানি নিস্কাশনের জন্য খালটি ছাড়া। জিয়ালায় জমির পরিমান প্রায় এক হাজার বিঘার অধিক জমি রয়েছে। অনেকের দুই বিঘা, পাঁচ বিঘা জমি আছে যাদের ঐ জমির উপরে সবজি সহ বিভিন্ন চাষাবাদ করে তারা সংসার চালায়। ছেলে-মেয়েদের লেখা পড়া করা খরচ যোগান দেন। জিয়ালার পানি নিস্কাশনের জন্য খাল আছে। যে খাল দিয়ে জিয়ালার পানি ভৈরবে চলে আসে। দুঃখের কারণ হলো- ৭১সালের পর থেকে যখন যে দল ক্ষমতায় আসে সেই দলের কিছু দলীও অসাধু নেতাকর্মীরা দলের নাম ভাঙ্গিয়ে জিয়ালার মাঠের জমির মালিকদের ভীতি দেখিয়ে জবর দখল করে খালের মুখ বেঁধে দিয়ে চাষিদের দুর্ভোগের সৃষ্টি করে। শতশত বিঘা জমির আবাদের ব্যাপক ক্ষতি করে মাছ চাষ করে থাকে তারা।

দির্ঘ্যদিনের চাষিদের এমন সমস্যার সমাধান শেসে পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন চাষিদের আশ্বস্ত দিয়ে বলেন, জিয়ালা মাঠে যাওয়ার জন্য খালের পাড় দিয়ে রাস্তা তৈরী করে দেওয়া হবে। চাষিদের ফসলাদি যেন ভালোভাবে বাড়িতে আনতে পারে সে জন্য ড্রেসিং করে রাস্তাটি পাকা করণের ব্যবস্থা করা হবে। সেই সাতে খালের রাস্তাতে পোলে পোলে রোড লাইট জ্বালিনোর ব্যাবস্থা করাসহ খাল পারাপারের সুবিধার জন্য জায়গায় জায়গায় কিছু কালভার্ট নির্মাণ করে দেওয়া হবে বলে তিনি জানান।
এসময় কাউন্সিলর আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর শাকিল রাব্বি ইভান, নুরুল আশরাফ বাজিব, কালাচাঁদপুর জামে মসজিদের সাবেক ইমাম আয়ুব আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসির উদ্দিনসহ এলাকাবাসীরা।

(Visited 3 times, 1 visits today)
Total Page Visits: 820 - Today Page Visits: 1