softdeft

উল্টো রথযাত্রার উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

উল্টো রথযাত্রার উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:  উল্টো রথযাত্রা অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুরে ইসকন প্রচার কেন্দ্রের উদ্দ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালার সমাপ্তি হয়েছে ।

আজ শুক্রবার (৮ জুলাই) বিকালে মেহেরপুর শহরের শ্রীশ্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্দির থেকে উল্টো রথযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ হয়।

দড়ি টেনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুরে-১ আসনের জাতীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন উল্টো রথ যাত্রার উদ্বোধন করেন।

মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও মেহেরপুর জজ কোর্টের পাবলিক প্রশিকিউটর (পিপি)পল্লব ভট্টাচার্যের নেতৃত্বে ইসকন প্রচার কেন্দ্রের রথযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসকনের মেহেরপুর শাখার পরিচালক সুমহান মুকুন্দ ব্রহ্মচারী, সাংস্কৃতিক কর্মী শাশ্বত স্বপন চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।

এসময় হিন্দু সম্প্রদায়ের শত শত ভক্ত উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করেন।পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

(Visited 18 times, 1 visits today)
Total Page Visits: 1080 - Today Page Visits: 1