softdeft

ইবিতে মেসডার নতুন কমিটির অনুমোদন

ইবিতে মেসডার নতুন কমিটির অনুমোদন

 

“আমরা সবাই এক হব, আলোকিত সমাজ গড়ব”এই শ্লোগানে মেহেরপুর স্টুডেন্টস ডেভলপমেন্ট এসোসিয়েশনের (মেসডা) কুষ্টিয়া‌ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন অনুমোদন দেয়া হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেসডার সভাপতি
ইমন আহমেদ ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটির সদস্যবৃন্দঃ- সভাপতি হলেন এস.এম. মাহমুদুল তামিম ও সাধারণ সম্পাদক মোঃ রাব্বি আলী ।
কমিটির অন্য সদস্যরা হলেন
সহ-সভাপতি আয়েশা বিনতে রাশেদ তিথী, যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ আশরাফুল আলম অংকুর, সাংগঠনিক সম্পাদক ইমামুল মুত্তাকীন শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, উপ-দপ্তর সম্পাদক: সায়েদ ফাহিম আবরার আরাফাত ,কোষাধ্যক্ষ: রাইসা সুলতানা রিতু দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ, প্রচার সম্পাদক মোঃ মোতালেব বিশ্বাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মৌসুমি আক্তার সুমি,
যোগাযোগ বিষয়ক সম্পাদক আতিয়া জয়নব, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মুরসালিন হৃদয়, আইসিটি বিষয়ক সম্পাদক তাসনিমুল হাসান তানিম, ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া শাহীন স্বর্ণা , উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক সাফরা আয়াত রজনী ,স্বেচ্ছাসেবী বিষয়ক সম্পাদক মিসবাহ-উল-হক ,পরিবেশ বিষয়ক সম্পাদক পারভেজ হোসাইন শুভ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মোঃ নাসিম আলী সমাজ, কল্যাণ সম্পাদক: জুনায়েদ হোসেন সবুজ।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেসডার সাবেক ও বর্তমান কমিটির সদস্যরা।

(Visited 37 times, 1 visits today)
Total Page Visits: 962 - Today Page Visits: 2