softdeft

ইতালিতে “বাংলাদেশ একাডেমি ভেনিস” এ বই বিতরণ  সম্পন্ন

ইতালিতে “বাংলাদেশ একাডেমি ভেনিস” এ বই বিতরণ  সম্পন্ন

শরিফুল টগর বাংলা ভাষা,

সংস্কৃতি তথা বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে ধরে রাখতে প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয়ের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে ইতালির ভেনিস শহরের মারঘেরায় অবস্থিত বাংলাদেশ একাডেমি ভেনিস। ইতালির ভেনিস শহরে বাংলাদেশ একাডেমি ভেনিস এর বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান এর সহযোগিতায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। ১১ মে ২০২৩ বৃহস্পতিবার বিকালে এ বিতরণ কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ একাডেমি ভেনিস এর প্রধান উদ্যোক্তা ড. সৌর দাশগুপ্তের সভাপতিত্বে এবং উদ্যোক্তা আজাদ খানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান এর কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান এর শ্রম কনসাল সাব্বির আহমেদ, মারঘেরা পৌরসভার প্রেসিডেন্ট তেয়োদরো মোরেল্লো, চিতা মারঘেরা গির্জার পুরোহিত দোনান দিনো, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী কল্যান পরিষদ ইতালির সাধারন সম্পাদক মনোয়ার ক্লার্ক, , বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ এসোসিয়েশন ভেনিস ইতালির সহ সভাপতি মোহাম্মদ আলম, মুক্তির আলো এসোসিয়েশনের উদ্যোক্তা হাসনাহেনা মমতাজ ডালিয়া, ভেনিস কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বগণের মধ্যে দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান এবং দাদন খান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা। বক্তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইতালিতে প্রতিবছর ঢাকা বোর্ড বই প্রেরণ করার মাধ্যমে হাজারও প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করেন কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ। নতুন বই পেয়ে আনন্দে মেতে খুশির জোয়ারে ভাসতে দেখা যায় শিক্ষার্থীদের। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থী সহ অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

(Visited 11 times, 1 visits today)
Total Page Visits: 567 - Today Page Visits: 2