softdeft

ইটালিতে কুমিল্লার বাহার উদ্দিন এমপি কে গণ সংবর্ধনা প্রদান

ইটালিতে কুমিল্লার বাহার উদ্দিন এমপি কে গণ সংবর্ধনা প্রদান

শরিফুল টগর, ইতালি প্রতিনিধি।। কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিন বাহার কে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ইতালির ভেনিসে এমপির আগমন উপলক্ষে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ ইউরোপের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে হল কক্ষে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় গণ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মাকসুদ রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিন বাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস চৌধুরী, এ.এন.এস ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. নাসির উদ্দিন, সফল জাহাজ নির্মান ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুল মান্নান, ফান্স কুমিল্লা নামেই বিভাগ চাই বাস্তবায়ন কমিটির আহবায়ক মুহাম্মদ আলী ভুট্টো, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন ও ভেনিস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবদুল, মো.শফিক,বিশিষ্ট মুতালিব, বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসে ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মৃধা, হুমায়ুন কবির, পাদোভা সিটি কাউন্সিলর নাহিদ হোসেন রিবিন, বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ভেনিসের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, ভেনিস বাংলা স্কুলের সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী, মশিউর রহমান, ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু, আবদুল্লাহপুর আঞ্চলিক সমিতি ভেনিসে সভাপতি তাজুল ইসলাম, ফয়সাল আহমেদ, নুরে আলম, মোখলেছুর রহমান প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন,কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ আমরা চাই। এই সভা থেকে বলতে চাই,এই দাবিকে সবাই ভাবত বাহারের দাবি, আসলে বাহারের দাবি নয়, বাহারের মুখ দিয়ে কুমিল্লার ৬০ লাখ মানুষের দাবি। অনুষ্ঠানে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসি নার সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
বক্তারা বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশ হিসেবে এখন বিশ্বের কাছে পরিচিত বাংলাদেশ। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে কাজ করার আহ্বান জানান তারা।

(Visited 17 times, 1 visits today)
Total Page Visits: 1000 - Today Page Visits: 1